লুচি
লিখেছেনঃ : Saiba | | তারিখঃ নভেম্বর ২৭, ২০১৪ | বিভাগঃ নাস্তা, সকালের নাস্তা
উপকরণ: ময়দা, লবন, তেল ও পরিমান মত পানি।
বানানোর নিয়ম :
১। প্রথমে ময়দা মধ্যে লবণ, সামান্য তেল ও পরিমান মত পানি দিয়ে ময়ান করে রাখুন।
২। ২০-৩০ মিনিট পর লুচি আকারে বেলে ডুবো তেলে ভেজে তুলে রাখুন।
৩। তারপর মিষ্টি, গরুর মাংস, আলুর দম, ডাল ভাজি বা যে কোন তরকারী দিয়ে সকালের খাবারে পরিবেশন করুন।