সবজি খিচুড়ি
উপকরণ : ৩-৪ রকমের ডাল, পোলাও চাল , কাঁচামরিচ, আদা বাটা, জিরা বাটা, পছন্দ মত কয়েক রকমের সবজি , পেয়াজ কুচি , ঘি, লবন, তেজপাতা ও সয়াবিন তেল।
রান্নার নিয়ম :
১। প্রথমে পোলাও চাল ও ডাল ভাল করে ধুয়ে পানি ঝরাতে দিন।
২। তারপর সব সবজি গুলো ছোট আকারে কেটে ধুয়ে হালকা সেদ্ধ করে নিন।
৩। এরপর হাড়িতে পরিমান মত তেল দিয়ে সামান্য ঘি ছেড়ে দিন।
৪। এবার ঘি এর ওপর পেয়াজ কুচি, কাঁচামরিচ ফালি , আদা বাটা , জিরা বাটা ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।
৫। তারপর চাল দিয়ে কষিয়ে পরিমান মত পানি ঢেলে দিন।
৬। পানি ফুটে উঠলে সেদ্ধ করা সবজি ও লবণ দিয়ে নেড়ে দিন।
৭। চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে হাড়ি ঝাকিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।
৮। এরপর গরম গরম বেড়ে পরিবেশন করুন।